করোনাভাইরাস মহামারীর কারণে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে থেকে এবং কীভাবে নেওয়া হবে, তা জানা যাবে আজ বুধবার। শিক্ষামন্ত্রী দীপু মনি আজ দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এই পরীক্ষার বিষয়ে গণমাধ্যমকে অবহিত করবেন বলে গতকাল মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এইচএসসি পরীক্ষা শুরু করার আগে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এই পরীক্ষায় ১৪ লাখের মতো শিক্ষার্থী অংশ নেবেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে। গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে। বছর প্রায় শেষ হয়ে আসায় এ পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। খবর বিডিনিউজের।