ঋতুরাজের আগমন

সিমলা চৌধুরী | বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

দখিন হাওয়ায় মাতাল হয়ে

প্রকৃতিতে যখন জাগে হরষ,

এক অদ্ভুত স্নিগ্ধ শিহরণ

জাগানিয়া অনুভূতির সৃষ্টিতে,

আবিষ্ট হয়ে তনু মনে জাগে

শান্তির অনাবিল পরশ।

পলাশ বনের আগুন লাগলো

মনের গহীন কোণে

সারাদিন রজনী

ভাবনাগুলো হারিয়ে যায়

ঋতুরাজ বসন্তের আগমনে।

কুঞ্জবন সেজেছে আজ

রঙিন পুষ্পরাজিতে,

নবপত্রালিকায় সবুজের সমারোহ

দেখা যায় চৌদিকে।

মিষ্টি সুরে বসন্তের কোকিল

ডাকে সূর্য ওঠা প্রাতে,

চাঁদের হাসির বাঁধ ভেঙে যায়

ফাল্গুনী পূর্ণিমার রাতে।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালের এক ব্যস্তময় রাতঅভি দাশ
পরবর্তী নিবন্ধপাওয়াতে নয় দেয়াতে আনন্দ খুঁজুন