ঋণের উপর বর্ধিত সুদের হার বাতিল চাই

| শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংক, সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে সুদের হার বৃদ্ধি করেছে। বিশেষ করে আমেরিকার মুদ্রাস্ফীতির টার্গেট ছিলো ৩ শতাংশ, বিপরীতে চলতি বছরে তাদের মুদ্রাস্ফীতি হয়েছে ৯ শতাংশ, এমতাবস্থায়, বর্ধিত ৬ শতাংশ বাড়তি মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে তারা সুদের হার বাড়িয়েছে মাত্র ০.৫ শতাংশ। চলতি বাজেটে আমাদের দেশে মুদ্রাস্ফীতির টার্গেট ছিলো ৫.৩০ শতাংশ, বর্তমানে মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ৬.২৯ শতাংশ। যা টার্গেটের তুলনায় বেড়েছে ১ শতাংশ। আমেরিকা যেখানে ৬ শতাংশ মুদ্রাস্ফীতির জন্য সুদের হার বৃদ্ধি করেছে, ০.৫ শতাংশ সেখানে আমাদের দেশে ১ শতাংশ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদের হার বাড়ানো হয়েছে ০.২৫ শতাংশ! এতে লাভ কার? ব্যাংকের নাকি সরকারের? সহজ কথায় বলতে গেলে, আমি ডিবিবিএল এর ৫ লাখ টাকা ৫ বছরে পরিশোধের ভিত্তিতে গতমাসেও যে কিস্তি ১০০২৮ টাকা পরিশোধ করেছি, এ মাসে সেই কিস্তি পরিশোধ করতে হয়েছে; ১০১৩৫ টাকা! সরকার ও ব্যাংকের কর্তাব্যক্তিদের এ সিদ্ধান্ত দেখে বলতে হচ্ছে; ‘একেই কি বলে, একে তো নাচনে বুড়ি; তার উপরে ঢোলের বারি?’ আমি আমার ঋণের টাকা থেকে কিছু খরচ করেছি আর কিছু সঞ্চয় করেছি। সুতরাং সুদের হার যদি বৃদ্ধি করতে হয় তবে সঞ্চয়ের লভ্যাংশও বৃদ্ধি করতে হবে। এতে আমাদের মতো মধ্যবিত্ত ও ঋণ গ্রহীতারা উপকৃত হবে।
আসহাবে কাহাফ, পটিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধভূপেন হাজারিকা : সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধআরাধ্য সূর্যাস্তের আগে