ঊনমানুষগুলো দেখতে ঠিক মানুষের মত, ঊনমানুষগুলো বেটে খাটো নয়। দৈর্ঘ্য প্রস্থে, লম্বা চওড়ায় ঠিক মানুষের মত। কিন্তু চিন্তা চেতনায়, মননে ঊন। ওদের ঠিকানা বিশাল অট্টালিকা কিন্তু হওয়া উচিত ছিল নর্দমা। সুটেড বুটেড কর্পোরেট ওরা-মানুষগুলো ওদের অধীনস্থ। আমরা এখন মেরুদণ্ডহীন, পরের বাটখারায় নিজেকে মাপি। আস্তরণের প্রলেপে ঢাকা পড়েছে চিন্তা চেতনা, আবেগ অনুভূতি। আমার আমিকে নিয়ে ব্যস্ত সবাই, নিজের জন্য বাঁচা মরা। নিরন্তর ছুটছি ঝড়ের বেগে আসলে ডুবে যাচ্ছি সাগরের অতলান্তে। ওহে মানব, চিনে নাও তোমার গন্তব্য, বুঝিয়ে দাও তোমার কর্ম, আকাশচুম্বী ঢেউয়ের তলায় তলিয়ে যাবে তোমার অস্তিত্ব। ঊনমানুষ তুমি নিরেট, নির্বিকার, বের হয়ে এসো ঊন মানসিকতা থেকে। যাপিত জীবনে সমর্পণ করো সব অহংকার-আস্বাদন করো মুক্তির স্বাদ।