উয়েফা নেশন্স লিগের তৃতীয় আসরের সেমি–ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। ফাইনালে ওঠার লড়াইয়ে ইতালি খেলবে স্পেনের বিপক্ষে। শেষ চারের আরেক ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। সুইজারল্যান্ডে উয়েফার প্রধান কার্যালয়ে বুধবার সেমি–ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। চার দলের ফাইনালস হবে নেদারল্যান্ডসে।
আগামী ১৪ জুন প্রথম সেমি–ফাইনালে কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। পরদিন মুখোমুখি হবে স্পেন ও ইতালি। ফাইনাল হবে ১৮ জুন, এর আগে একই দিন হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। গত বছর ‘এ’ লিগের চার গ্রুপের সেরা হিসেবে ফাইনালসে জায়গা করে নেয় এই চার দল। সবার সামনেই প্রথমবার নেশন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। ২০১৯ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল।
সেবার রানার্সআপ হয় নেদারল্যান্ডস। পরের আসরে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে যায় স্পেন। ওই আসরে তৃতীয় হয় ইতালি। এবারই প্রথম চার দলের ফাইনালসে এসেছে ক্রোয়েশিয়া।