পিএসজির সঙ্গে চুক্তি বাড়াবেন না মেসি

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:৪০ পূর্বাহ্ণ

চুক্তির শর্ত অনুযায়ী মেসির সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে পিএসজির। তবে সেটা হতে হবে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে। কিন্তু চলতি বছর জুনের পর সম্ভবত আর পিএসজিতে থাকতে চাচ্ছেন না লিওনেল মেসি। যে কারণে এখনও পর্যন্ত তিনি পিএসজির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি।

স্পেনের ফুটবল বিষয়ক বিখ্যাত সাংবাদিক জেরার্ডো রোমেরোর মতে, আর্জেন্টাইন সুপারস্টার সম্ভবত আর পিএসজির সঙ্গে চুক্তি বাড়াতে রাজি নন। তিনি, ভিন্ন কোনো অপশন নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। রোমেরো বলেন, ‘কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির চিন্তাভাবনায় ব্যাপক পরিবর্তন এসেছে। নিকট ভবিষ্যতে যে তিনি আরও মূল্যায়ন পাবেন, সে ব্যাপারে নিশ্চিত।

এ কারণেই তিনি চুক্তি বাড়াচ্ছেন না।’ মেসিকে পেতে বিশাল অংকের টাকার প্রস্তাব নিয়ে এরই মধ্যে গুঞ্জন তুলে দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে যাওয়ারও প্রস্তাব রয়েছে মেসির। সে সঙ্গে তুমুল সম্ভাবনা রয়েছে তার বার্সেলোনায় ফিরে যাওয়ার। কী করবেন মেসি? সময়ই বলে দেবে তা।

পূর্ববর্তী নিবন্ধএক দশক পর ইমন আঁখির নতুন চমক
পরবর্তী নিবন্ধউয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল পর্ব চূড়ান্ত