উৎসবমুখর পরিবেশে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে সামার-২০২২ সেমিস্টারের ‘ওপেন ডে’। আজ রোববার (২৭ মার্চ) সকালে নগরের জামাল খান ক্যাম্পাসে বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
‘ওপেন ডে’ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসারের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের (স্কুল) শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশ নেন।
শুভেচ্ছা বক্তব্যে সিআইইউ’র বিভিন্ন স্কুলের ডিন ও জ্যেষ্ঠ শিক্ষকরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাজগতে ভিন্নধারার মনোবৃত্তি তৈরি করতে সিআইইউ নিরলস কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সিআইইউর বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও স্কলারশীপ নিয়ে তথ্য তুলে ধরেন রেজিস্ট্রার আনজুমান বানু লিমা।
এছাড়া বিভিন্ন স্কুলের কার্যক্রম ও উচ্চশিক্ষা নিয়ে কর্তৃপক্ষের সুদূরপ্রসারি পরিকল্পনার কথা জানান স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মোহাম্মদ রেজাউল করিম, স্কুল অব ল’র সহকারি ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ।
কর্তৃপক্ষ জানায়, প্রতিবারের মতো এবারও সিআইইউ’র ওপেন ডে পরিণত হয়েছে ভর্তিচ্ছুদের মিলনমেলায়। অনুষ্ঠানে ছিল স্পট অ্যাডমিশন, সেমিস্টার ফি ওয়েবার, ক্যারিয়ার আড্ডা, স্কলারশিপ, বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথশিক্ষা কার্যক্রমের নানান তথ্যসহ হরেক কিছু।