উৎপাদন বৃদ্ধি করে অর্থনীতির চাকা সচল রাখার আহবান

শ্রমিকলীগ যমুনা অয়েল শাখার কর্মী সভা

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৯:২৮ পূর্বাহ্ণ

কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধি করে দেশের অর্থনীতি সচল রাখার আহবান জানিয়েছেন নগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের নেতা আব্দুল আহাদ। তিনি বলেন- দলের মধ্যে বহিরাগত ষড়যন্ত্রকারীরা ঢুকে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। শ্রমিক নেতা নামধারী বহিরাগতরা চুরি, চাঁদাবাজি করে দলকে জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে। তিনি ত্যাগী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহবান জানান। গতকাল ৩নং ফকিরহাটস্থ ডক শ্রমিক লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ যমুনা অয়েল কোম্পানি শাখার কর্মী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। শাখার আহবায়ক মো. খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার অন্যতম যুগ্ম আহবায়ক মো. আবদুল্লাছগীর, সদস্য সচিব মো. শহীদুল আলম, মো. আবদুল মতিন, মো. নুরুল আজম, মো. শাহানুর প্রমুখ। সভায় যমুনা অয়েল কোম্পানির শ্রম পরিস্থিতি নিয়ে নেতৃবৃন্দ অসন্তোষ প্রকাশ করেন। সভায় যমুনা অয়েল কোম্পানিতে শ্রমিক নির্যাতন ও হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়। প্রেস বিঞ্জপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিপন্ন বিস্ময়ের কবি জীবনানন্দ দাশ
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেটের সভা