উস্তাদ আজিজুল ইসলামের বাঁশিসন্ধ্যা

| সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

খুলশীস্থ চিত্রভাষা গ্যালারিতে গত শনিবার অনুষ্ঠিত হলো প্রখ্যাত বাঁশিবাদক উস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশিসন্ধ্যা ‘বসন্তবাহার’। আয়োজনে উপস্থিত ছিলেন সঙ্গীতপিপাসু শিল্পী, কবি, লেখক, নাট্যব্যক্তিত্বসহ অনেকেই। এ সময় শিল্পী বসন্ত রাগভিত্তিক একটি কম্পোজিশন বাজিয়ে শোনান। এরপর একে একে বাহার রাগ, ইমন রাগ-এর বাঁশি বাজিয়ে শোনান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ শাহজাহান সংঘের টানা দ্বিতীয় জয়
পরবর্তী নিবন্ধমায়া রানী সেন