উরকিরচর ইউনিয়নে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

| বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বাঙালির ঐতিহ্য বাংলা নববর্ষ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমবারের মতো রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট শিরীষতলায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গত মঙ্গলবার উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা উদযাপন কমিটির আহবায়ক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নাট্যজন রূপায়ন বড়ুয়া কাজলের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রিদিপ কুমার বড়ুয়া।

বক্তব্য রাখেন ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়া, দিবস বড়ুয়া, অসিম বড়ুয়া অপু, শেখ মফিজুর রহমান, শিক্ষক সিদুল ধর, সমিরণ বড়ুয়া, মোহাম্মদ হারুন, অলকেশ বড়ুয়া তপু, মোহাম্মদ জাকির হোসেন, শ্রীকান্ত চৌধুরী, রাজেশ বড়ুয়া, মিলন বণিক, রতন বড়ুয়া, সাংবাদিক জুয়েল বড়ুয়া, উজ্জ্বল মুৎসুদ্দি, বাবু বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল আজকাল
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মতবিনিময়