আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব ফিরিঙ্গী বাজারের ব্যাপ্টিস্ট মিশন রোড, মসজিদ গলি ও শাহাজীর পাড়ায় ব্যাপক গণসংযোগ করে।
আজ বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই গণসংযোগে উপস্থিত ছিলেন এডভোকেট ছালেহ আহমেদ সিদ্দিকী, ওসমান গনি বাবলু, মিজানুর রহমান, বিপুল ধর বাপ্পু, আবু বক্কর সিদ্দিক, এডভোকেট প্রদীপ দাশ, রুহি দাশ, টিংকু দাশ, দিলীপ দাশ, আকাশ দাশ, রনজিত দাশ, মো. জাহাঙ্গীর, মো. নিয়াজ, মো. রুবেল মোছাম্মৎ পাখি খাতুন, মো. কাইয়ুম, মিজান।
গণসংযোগকালে তিনি বলেন, “এলাকাবাসীকে সাথে নিয়ে গত পাঁচ বছরে এলাকার অলিতেগলিতে কাজ করেছি। প্রতিটি গলিতে পরিকল্পিত উন্নয়ন করেছি। আগামীতে উন্নয়ন কাজে বিশিষ্টজনদের মতামত নিয়ে আগামীতে নান্দনিক ফিরিঙ্গীবাজার ওয়ার্ড গঠন করব। এলাকাবাসীর লালিত স্বপ্নের বাস্তবায়নে চলমান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আবারও নির্বাচিত হওয়ার ইচ্ছে প্রকাশ করছি। এলাকাবাসীর কাছে আমার আবেদন, অতীতের মতো আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মিষ্টি কুমড়ায় আপনাদের কাছে ভোট চাই।”