জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বিএনপি জামায়াত জোট সরকার এদেশে জ্বালাও পোড়াও ও সন্ত্রাস নৈরাজ্যের রাজনীতির বীজ বপণ করেছিল। তারা এসব নোংরা রাজনীতি করে দেশের রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিল। তারা সেদিন বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মত নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়ে সারাদেশে আতংক ছড়িয়ে দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভোট ও রায় নিয়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে।
গতকাল শুক্রবার বিকেলে পটিয়ার সম্মিলিত নারী সমাজের উদ্যোগে ‘জ্বালাও পোড়াও নৈরাজ্যের রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতিতে নারী সমাজ এক হও’ শীর্ষক এক বিশাল নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরুর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন নারী নেত্রী রোকেয়া বেগম, সেলিনা বেগম, নুরুন নাহার জোলেখা বেগম, হোসনেরা বেগম, শীমা ভট্টাচার্য, শীলা দাশ, ফেরদৌস বেগম, ময়ুরী আকতার, রুমা আকতার, বেবী নন্দী, রেখা দাশ, তসলিমা নুর, কোহিনূর আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।