উনিশ বছর পর রায় ৩ জনের যাবজ্জীবন

৯ বছরের শিশুকে গণধর্ষণ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৩:৫০ পূর্বাহ্ণ

প্রায় ১৯ বছর আগে টেকনাফের হ্নীলায় ৯ বছরের শিশুকে গণধর্ষণ মামলার রায় গতকাল মঙ্গলবার কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ ঘোষণা করা হয়েছে। মামলায় অভিযুক্ত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অনেক আগেই জামিন নিয়ে পালিয়েছে আসামিরা।
গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই মামলার রায় ঘোষণার সময়ও আদালতে হাজির ছিল না দণ্ডিত আসামিদের কেউ। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একরামুল হুদা।
তিনি জানান, ২০০৩ সালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদায় বনে লাকড়ি কুড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয় সাড়ে ৯ বছরের এক কন্যাশিশু। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা দাবী হয়ে একই এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল আলম, জালাল আহমেদের ছেলে হেলাল উদ্দিন, কলিমের ছেলে মমতাজ মিয়া ও আবুল কাশেমের ছেলে নুর মোহাম্মদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর দীর্ঘ বিচার কার্যক্রম শেষে গতকাল আদালত রায় দেন। রায়ে আসামি নুরুল আলম, হেলাল উদ্দিন ও মমতাজ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়। তিনি আরো জানান, ওই মামলার আসামি নুর মোহাম্মদ মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পৃথক হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ