‘উদ্যোক্তা সৃষ্টি ও নারীদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করছে মমতা’

| শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা পরিচালিত মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচিএমএসসিপির আওতায় নতুন চারটি শাখা উদ্বোধন করা হয়েছে। শাখা সমূহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এ সময় উপস্থিত ছিলেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালক প্রিয়তোষ দাশ, সহকারী পরিচালক আকিকুল ইসলামসহ মমতার সিনিয়র এরিয়া ম্যানেজার, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, সমাজের প্রান্তিক পর্যায় হতে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে মমতা সঞ্চয় ও ঋনদান কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি এবং নারীদের অর্থনৈতিক মুক্তি ও ক্ষমতায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে মমতা সরকারের সহায়ক শক্তি হিসেবে বিভিন্ন জনকল্যানমুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগাংয়ের নতুন সেবাবর্ষের কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপমন্ত্রীর ল্যাপটপ উপহার