উদ্বোধনের অপেক্ষায় বরকল সেতু

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

আনোয়ারা-চন্দনাইশের সীমান্তবর্তী চানখালী নদীর উপর বরকল সেতুর কাজ সম্পন্ন হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে।
সওজ সূত্র জানায়, ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫ গার্ডার বিশিষ্ট ১১৭ মিটার দৈর্ঘ্য এ সেতুটি উদ্বোধনের জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সওজের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, সেতুটি যানচলাচলের জন্য খুলে দেয়া হলে আনোয়ারা, চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামসহ চট্টগ্রাম-কক্সবাজার যোগাযোগ আরো সহজতর হবে। দোহাজারী সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বরে বরকল সেতুটি টেন্ডার প্রক্রিয়া শেষে নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান টেকনো-মেজবাহ এসোসিয়েট (জেবি)’র পরিচালনায় চট্টগ্রাম দোহাজারী সড়ক বিভাগের তত্ত্বাবধানে এ ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হয়। সিডিউল অনুযায়ী, ২০২১ সালের ৩০ জুন সেতুটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্মাণ কাজের শুরুতে পাইলিংয়ের সময় নিচের মাটির অবস্থা খারাপ হওয়ায় সেতুর ডিজাইনে পরিবর্তন আনতে হয়। এ কারণে নির্মাণ কাজের সিডিউল এক বছর বাড়িয়ে ২০২১ সালের ৩০ জুনের পরিবর্তে ২০২২ সালের ৩০ জুন নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হয়। বর্তমানে সেতুটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
চন্দনাইশ উপজেলার বরকল মৌলভী বাজার গ্রামের বাসিন্দা মৌলানা মো. ফোরকান বলেন, আনোয়ারা-চন্দনাইশ বরকল ব্রিজ নির্মাণ কাজ শেষ হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিন সেতুর উপর ওয়ানওয়ে বেইলি ব্রিজ থাকায় যানজট সৃষ্টি হতো। সেতুটি নির্মাণ কাজ শেষ হওয়ায় এলাকার হাজার হাজার মানুষের দাবি পূরণ হয়েছে। ভারী যানবাহন চলাচলেও কোনো ঝুঁকি থাকবে না।
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী জানান, আনোয়ারা-চন্দনাইশ উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে। হাজার হাজার মানুষের যোগাযোগ সুবিধা লাভ করবে। চট্টগ্রাম-কঙবাজারের যোগাযোগে পটিয়া আরকান সড়কের বিকল্প হিসেবে আনোয়ারা বরকল সড়ক ব্যবহার সহজ হবে।

পূর্ববর্তী নিবন্ধফেরি সার্ভিস চালুর টেন্ডারে যাচ্ছে সওজ
পরবর্তী নিবন্ধকেবল অনলাইনে ১১শ টাকা গ্রহণের নির্দেশ