উদ্দীপ্ত তরুণ সংঘের পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ১১:১৫ পূর্বাহ্ণ

ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে রাঙ্গুনিয়ায় উদ্দীপ্ত তরুণ সংঘের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল সম্প্রতি মরিয়মনগর কেজি স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মরিয়ম নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শওকত হোসেন সেতু। প্রধান অতিথি ছিলেন মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রামের সভাপতি লায়ন মো. আলমগীর। উদ্বোধক ছিলেন উদ্দীপ্ত তরুণ সংঘের উপদেষ্টা আবু সালেহ। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আবদুল মাবুদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল মোস্তফা মুন্না।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আকিব হোসেন মিসবাহর সঞ্চালনায় মুহাম্মদ আলী, মুহাম্মদ মোরশেদ আলম, আবদুর রহিম, মুহাম্মদ আজিম উদ্দিন, ইব্রাহিম রেজা ও আশিক বাহাদুর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবার আউলিয়ায় ট্রাক টার্মিনাল থেকে চার জুয়াড়ি আটক
পরবর্তী নিবন্ধলেখক-প্রকাশকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমৃদ্ধ হতে পারে প্রকাশনা শিল্প