ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। হাদি হত্যার বিচার প্রক্রিয়ার রূপরেখা ঘোষণা না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেছেন আন্দোলনকারীরা। শাহবাগ এলাকায় শুক্রবার ভোর থেকেই জড়ো হতে শুরু করে মানুষ। বেলা বাড়লে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। বিকালে শাহবাগে শুরু হয় ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’।
সমাবেশে নেতৃত্ব দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ডাকসু নেতারা একটি ট্রাকে করে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল ছিল শাহবাগ। এছাড়া হাদি হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায়ও বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে প্রকাশিত হয়। পাশাপাশি কয়েকটি জেলায় হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধও করেছেন বিক্ষুব্ধরা।
এ ছাড়া কয়েকটি জেলায় ওসমান হাদির গায়েবানা জানাজা ও তার জন্য দোয়ার আয়োজনও করা হয়।












