উত্তর কুলগাঁও কাঁঠাল বাগানে ২নং জালালাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী সাহেদ ইকবাল বাবুর সাথে এলাকাবাসীর এক মতবিনিময় সভা শনিবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন হাজী বজল মেম্বার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী সাহেদ ইকবাল বাবু, প্রধান বক্তা ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাজী ইব্রাহিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জাফর সাদিক, সালেহ জহুর, মোহাম্মোদ আবসার, মো. ইউনুস, সোলাইমান বাদশা, মোহাম্মদ মনু, যুব নেতা এনাম, মোহাম্মদ সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনুস, মুছা, হারুন আনোয়ার, রানা প্রমুখ। সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
এসময় তিনি সরকার প্রধান শেখ হাসিনা ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছে জালালাবাদ ওয়ার্ডে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার জন্যে কৃতজ্ঞতা জানান।