উত্তরায় বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ড

| সোমবার , ১৭ এপ্রিল, ২০২৩ at ১২:১৮ অপরাহ্ণ

রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে সেখানে আগুন লাগার খবর পান তারা। “আমাদের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টার পর বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।”

এক তলা টিনশেড ওই আধাপাকা মার্কেটে কাপড়ের দোকান ছাড়াও মোটর সার্ভিসিংয়ের দোকান রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, মার্কেটের টিনের চালের ওপর দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে এবং লোকজন ছুটোছুটি করে কাপড়ের রোল বের করে রাস্তায় রাখছে।

মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার বদরুল হাসান বলেন, “মার্কেটের একটি মোটর পার্টসের দোকান থেকে আগুন লাগে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুনে ছয় থেকে সাতটি দোকান পুড়ে গেছে। কেউ হতাহত হননি।”

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো সাংগ্রাই জলউৎসব
পরবর্তী নিবন্ধঈদে নিরাপত্তা জোরদারে পুলিশ প্রশাসনের প্রতি চেম্বার সভাপতির আহ্বান