চলমান উচ্ছেদ অভিজানের জন্য প্রশংসায় ভাসছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। কিন্তু আবারো ভ্যান হকার ও মাইক্রোবাসের দখলে চলে গেছে ফুটপাত। এই ফুটপাতকে ঘিরে হচ্ছে রমরমা চাঁদাবাজি। তাছাড়া পথচারীদের চলাচলের একমাত্র পথ হলো এই ফুটপাত। এই ফুটপাতে ভাসমান দোকান, ভ্যান হকার, মাইক্রোবাস স্ট্যান্ড এর কারণে সাধারণ পথচারীদের বাধ্য হয়ে রাস্তায় হাঁটতে হচ্ছে এতে করে প্রতিদিন রাস্তায় যানজট লেগে থাকে এবং দুর্ঘটনার সৃষ্টি হয়। সুষ্ঠু তদারকির অভাবে এই সমস্যা বারবার হয়। শুধু উচ্ছেদ করে চলে গেলে হবে না রাখতে হবে কঠোর নজরদারীতে। এতে করে সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন, ও দখলমুক্ত, চাঁদাবাজি মুক্ত থাকবে আমাদের ফুটপাত।