বিক্রি করা কাপড়ের টাকা ফেরত দেয়ার জেরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত হয়েছেন মো. শওকত হোসেন (৩৫) নামের এক দোকান মালিক।
আজ শনিবার (১৫ মে) বিকেল পৌনে ৩টার সময় কুতুপালং (ক্যাম্প১/ইষ্ট) লাম্বাসিয়া বাজারে নিজ দোকানে এ ঘটনা ঘটে।
নিহত মো. শওকত হোসেন (এফসি এন নং-১৫৭৬১২) কুতুপালং ২/ওয়েস্ট ক্যাম্পের ডি/৪ ব্লকের আশরাফ আলীর ছেলে।
প্রাথমিকভাবে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে জানান সংশ্লিষ্ট ক্যাম্পে দায়িত্বরত কক্সবাজার ১৪ এপিবিএন কর্মকর্তা।
ঘটনার বিবরণে জানা যায়, আজ শনিবার বিকেল পৌনে ৩টার সময় লাম্বাসিয়া বাজারে নিজ দোকানে বসা থাকা অবস্থায় দুই/তিন জন অজ্ঞাতনামা সন্ত্রাসী শওকত হোসেনকে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তার কোমরের সামান্য উপরে মেরুদণ্ডের কাছাকাছি লাগে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে আইওএম হাসপাতালে ও পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিক্রি করা কাপড় ফেরত নিয়ে তর্কাতর্কির জের ধরে এ ঘটনার সূত্রপাত হয়।
দোকানদার শওকত হোসেন থেকে কেনা কাপড় কয়েকবার পরিবর্তন করে নেয় ক্রেতা। সর্বশেষ কাপড় ফেরত নিয়ে পুরোটা ফেরতের দাবি করে ঐ ক্রেতা। এতে এভাবে দেওয়া যায় না বলে জানিয়ে দেন দোকান মালিক শওকত। এতে ক্ষিপ্ত হয়ে পরবর্তী সময়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।
এদিকে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেন কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক।