উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপ মুখোমুখি

আধিপত্য বিস্তার

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারের জেরে দুইপক্ষ মুখোমুখি অবস্থানে গেলে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুতুপালং এলাকার লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, অনেকে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, একটি ম্যাগাজিন ও অন্য কিছু অস্ত্র। তদন্তের স্বার্থে আটককৃতদের সংখ্যা ও নাম-পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। খবর বিডিনিউজের।
শরীফুল বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে আধিপত্য বিস্তারের জন্য রোহিঙ্গাদের দুটি দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে তাদের বিরোধের কারণ এখনও জানা যায়নি। কারা, কী কারণে এই বিরোধে জড়িয়েছে তা জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত অবহিত করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

পূর্ববর্তী নিবন্ধটাইগারদের সামনে সুপার লিগের শীর্ষে উঠার হাতছানি
পরবর্তী নিবন্ধমেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ