উখিয়ায় বিজিবির অভিযানে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ৮:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় বিজিবি অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে চার কোটি পঞ্চাশ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১২ এর দক্ষিণ-পূর্ব দিকে আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে সে তার হাতে থাকা একটি কালো রঙের পলিব্যাগ ফেলে নাফ নদী হয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে নীল রঙের বায়ুরোধী ১৫টি প্যাকেটে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা গুলো উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনৌকাসহ বাংলাদেশি ৯ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধরামুতে পুলিশের অভিযানে ১,৬০০ পিস অস্ত্রের ম্যাগাজিন প্রসেস উদ্ধার, গ্রেফতার ৩