কক্সবাজারের উখিয়ার ছোয়াংখালী সমুদ্র সৈকতে ঝাউবন উজাড় করে অবৈধভাবে নির্মিত ছোট-বড় প্রায় ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক একর জায়গা দখলমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) বিকাল তিনটা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী রাতের আঁধারে কটেজ ও দোকান নির্মাণ করে সৈকত দখল করেছিল। আমরা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইকোলজিক্যালি ক্রিটিকাল এরিয়া (ইসিএ) এলাকায় স্থায়ী বা অস্থায়ী কোনো স্থাপনা সহ্য করব না। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় বনবিভাগ, বীচ ম্যানেজমেন্ট কমিটি ও ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিল।












