উখিয়ায় গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

উখিয়া প্রতিনিধি | শনিবার , ৩ অক্টোবর, ২০২০ at ৬:১৭ পূর্বাহ্ণ

উখিয়ার পালংখালীর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। পরে অভিযান চালিয়ে ৩টি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় হাতেনাতে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালানো হয়। র‌্যাব১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকালে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের অবস্থান নেয়া একটি কুড়ে ঘর থেকে দেশিয় তৈরি ৩টি অস্ত্র, ২টি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জামা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। তারা অস্ত্র তৈরির কারিগর। দুইজনই মহেশখালী থেকে এসে পালংখালীর গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের কাছে সরবরাহ করতো। দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির কাজ চালিয়ে আসছে। অভিযান স্থলের দুইপাশে কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধঝুঁকিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক