উখিয়ায় ক্যাম্পে ফের রোহিঙ্গা মাঝি খুন

উখিয়া প্রতিনিধি | সোমবার , ৯ জানুয়ারি, ২০২৩ at ৪:২৪ পূর্বাহ্ণ

অস্ত্রধারী ও মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পে আবার এক রোহিঙ্গা মাঝি খুন হয়েছেন। গতকাল রোববার সকালে উখিয়ার বালুখালী ৮ ইস্ট ক্যাম্পের ব৭৬ ব্লকের হেডমাঝি (নেতা) মো. সলিমের (৩৭) লাশ রাস্তায় পাওয়া যায়। শনিবার রাতে দুই রোহিঙ্গা মাঝিকে খুন করা হয়েছে।

নিহতের আত্মীয়সংশ্লিষ্টরা জানান, গতকাল ফজরের নামাজের পর উক্ত ক্যাম্পের বি৮২ নম্বর ব্লকের একটি মসজিদের সামনে রাস্তার ওপর একজনকে পড়ে থাকতে দেখেন রোহিঙ্গা মুসল্লিরা। পরে মুসল্লিরা গিয়ে সলিমকে শনাক্ত করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। নিহত রোহিঙ্গা ৮ ইস্ট ক্যাম্পের ব৭৬ ব্লকের আবদুস সোবহানের পুত্র মো. সলিম।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৭টার দিকে ১২/১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী উখিয়ার ১৫ নম্বর জামতলী ক্যাম্পের এ ব্লকের হেডমাঝি মো. রশিদকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে। ২৬ ডিসেম্বর সকালে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে উখিয়ার বালুখালী ৮ ইস্ট ক্যাম্পে মোহাম্মদ হোসেন প্রকাশ শফিক (৪০) নামের রোহিঙ্গা নেতা নিহত হয়েছিলেন।

শুক্রবার বিকেলে উখিয়ার বালুখালী ৮ ইস্ট ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় তাদের এলোপাতাড়ি গুলিতে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হন।

মুখোশধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গত ৪ জানুয়ারি উখিয়ার কুতুপালং ১ ইস্ট ক্যাম্পে হেডমাঝি জাহাঙ্গীর আলম (২৯) ও তার ছোট ভাই ছৈয়দ আলম (২৬) গুলিবিদ্ধ হন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার বালুখালী ৮ ইস্ট ক্যাম্পে ১০১২ জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে বি/৩৯ ব্লকের মো. হাশিমের পুত্র মোহম্মদ নবী গুলিবিদ্ধ হন।

পূর্ববর্তী নিবন্ধকনকনে শীতে ভাসমান মানুষের অবস্থা বেগতিক
পরবর্তী নিবন্ধ৩৮ বছর পর পৃথিবীতে ‘আছড়ে পড়ছে’ নাসার স্যাটেলাইট