রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দিনে দুপুরে আবারো মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উখিয়ার বালুখালীর একটি ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের মহড়াকালে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ রোহিঙ্গার ঘরে একটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া যায়।উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার বালুখালী ৮ ইস্ট ক্যাম্পে ১০-১২ জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে বি/৩৯ ব্লকের মো. হাশিমের পুত্র মোহম্মদ নবী গুলিবিদ্ধ হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার বিকেলে রোহিঙ্গা সন্ত্রাসী আরসার ১০/১২ জন সদস্যদের একটি গ্রুপ বি/৩৯ ব্লকে প্রবেশ করে ৫/৭ রাউন্ড ফায়ার করে। এতে উক্ত ক্যাম্পের একজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তার ঘর তল্লাশী করে একটি গ্রেনেড পাওয়া যায়।
৮ ইস্ট ক্যাম্পের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এএসপি মো. ফারুক আহমেদ বলেন, গুলিবিদ্ধ রোহিঙ্গার ঘরের মেঝেতে একটি গ্রেনেড সদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখা যায়। উক্ত ঘরটি নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ বেষ্টনী করে রেখেছে। গ্রেনেডটি নিস্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল টিমের সাথে যোগাযোগ করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে কুতুপালং ১ ইস্ট ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের মহড়া দেয়। এ সময় তাদের ছোঁড়া গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়। এর আগে গত ২৩ ডিসেম্বর ১২/১৫ জনের একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বিকাল সাড়ে ৩টার দিকে বালুখালী ৮-ইস্ট ক্যাম্পে বি-৫৪ ব্লকে অবৈধ অস্ত্রের মহড়া চালায়। তখন সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।