উখিয়ায় অস্ত্র ইয়াবাসহ ডাকাত গণি গ্রেপ্তার

উখিয়া প্রতিনিধি | বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৫ পূর্বাহ্ণ

দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না। অবশেষে ধরা পড়লেন ১৫ মামলার পলাতক আসামি গণি মিয়া ওরফে গইন্না ডাকাত (৩৬)। গতকাল মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিজিবি। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের মূসার খোলা বটতলী এলাকার সেকেন্দার আলীর ছেলে।
বিজিবি জানায়, বিকেল ৪টার দিকে উখিয়ার শীর্ষ সন্ত্রাসী গণিকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেলযোগে পালানোর চেষ্টা করছিলেন তিনি। গণি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
কঙবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাসিন্দাদের উপস্থিতিতে গণির বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মোটর সাইকেলের সিটের নিচে পাওয়া যায় ২০ হাজার ১০৫ পিস ইয়াবা। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬৬ লাখ ২০ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আলী হায়দার আজাদ আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধটেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত