উখিয়ায় ৩ জন নিহতের ঘটনায় আহত আরও এক নারীর মৃত্যু

শাহেদ মিজান, কক্সবাজার | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ১১:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে জমির বিরোধ নিয়ে চাচাতো ভাই-বোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত রওশন আরা (৩৮) নামে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১ টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত রওশন আরার স্বামী মোঃ শাহজাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রওশন আরা আব্দুল মান্নানের বড় বোন। এই নিয়ে এই পরিবারের তিনজন নিহত হলেন।

মৃত রওশন আরার স্বামী স্বামী মোঃ শাহজাহান জানান, ঘটনার দিন ৬ এপ্রিল (রবিবার) বিকেলেই গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে প্রেরণ করা হয়। চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে আইসিওতে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুইদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রওশন আরার শরীরের বিভিন্ন জায়গায় ছুরি এবং কুঁড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাছাড়া মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল উখিয়ার কুতুপালংয়ের পশ্চিম পাড়া এলাকায় জমিবিরোধের জেরধরে আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রওশন আরাসহ এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

ঘটনার দিন মারা যান ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তাঁর আপন চাচাতো ভাই মোঃ আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮), সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মান্নানের বোন রওশন আরা।

নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও ৯নং ওয়ার্ড জামায়েত ইসলামীর আমির। এদিকে এ ঘটনায় উখিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে তাঁদের পরিবার।

স্থানীয় বাসিন্দারা জানায়, মূলত আব্দুল মান্নান তাঁর পৈতৃকসূত্রে পাওয়া ২০ কড়া জমি বিক্রি করে দেন কয়েকবছর আগে। সেই জমি ক্রেতাকে বুঝিয়ে দিতে গেলে মান্নানের চাচাতো ভাই মাওলানা আব্দুল্লাহ আল মামুনের পরিবারের সদস্যরা বাধা দেয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ভাগনিকে হত্যার পর খালা-খালুকে জবাই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শিশু বলৎকারের চেষ্টা, আটক ১