বিয়েতে রাজী না হওয়ায় কক্সবাজারের উখিয়ায় প্রেমিকের ছুরিকাঘাতে বান্দরবানের থানচি উপজেলার বাসিন্দা শামসুন্নাহার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করেন প্রেমিক উখিয়ার জকির আহমদ নামের এক ব্যক্তি। দুইদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার দুপুরে কক্সবাজারে সদর হাসপাতালের মৃত্যু হয় ওই নারীর। নিহত নারী থানচি উপজেলার টিএনটি রহমান পাড়া এলাকার মোঃ কামালের স্ত্রী ও তিন সন্তানের জননী।
নিহত শামসুন্নাহারে মেয়ে মর্জিয়া আকতার জানায়, গত শনিবার কক্সবাজারে বোনের বাড়িতে যাওযার কথা বলে বাড়ি থেকে বের হন তার মা শামসুন্নাহার। পরে ওই দিনই তারা খবর পায় প্রেমিক জাকির হোসেন তাকে ছুরিকাঘাত করেছে। মেয়ে মর্জিয়া আকতার আরও জানায়, স্বামীর সাথে দীর্ঘদিন যোগাযোগ নেই শামুসন্নাহারের। এর মধ্যে উখিয়ার জাকির হোসেন নামের এক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার মায়ের। এ নিয়ে শামসুন্নাহারকে বিয়ের জন্য চাপ দেয় জাকির হোসেন। কিন্তু বিয়েতে রাজী হচ্ছিলেন না শামসুন্নাহার। এর মধ্যে শনিবার উখিয়া গেলে সেখানেও বিয়ের জন্য চাপ দেন প্রেমিক জাকির হোসেন। এতে অস্বীকৃতি জানালে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।
আঘাতে গুরুতর জখম হলে শামসুন্নাহারকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসেন বলেন, ঘটনাটি আমি জেনেছি। তবে রাত পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। ঘাতক জকির আহমদের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।