উইকেট নয় ম্যাচ জয়ের চ্যালেঞ্জ নিয়ে ভাবছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

আগামীকাল থেকে মাঠে গড়াবে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। কিন্তু যে ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি সে ভেন্যুতে সচরাচর স্পিনাররাই রাজত্ব করে। তবে এবারে হয়তো ঘাসের উইকেটের চ্যালেঞ্জ নিতে হবে স্বাগতিকদের। কারন স্পিন আক্রমণে সব সময় সেরা আফগানিস্তান। তবে শুধু উইকেটের চ্যালেঞ্জ নয়, ম্যাচ জয়ের চ্যালেঞ্জ উতরাতে চান বাংলাদেশ অধিনায়ক। মিরপুরে বরাবরই স্পিন বান্ধব উইকেটে খেলা হয়ে থাকে। তাই বাংলাদেশ দলকে এবার ঘরের মাঠেই নামতে হবে খানিকটা নতুন পরীক্ষায়। তবে বাংলাদেশ দলের অধিনায়ক মনে করছেন উইকেট কি রকম সেটা ভেবে বসে থাকার কোন সুযোগ নাই। আমাদেরকে ম্যাচ জিততে হবে। তিনি বলেন আমরা যখন মাঠে নামি তখন আমাদের মধ্যে একটিই তাড়না ভর করে যে আমাদের ম্যাচটা জিততে হবে।

গতকাল বৃষ্টির কারণে বাংলাদেশ দল অনুশীলন করতে না পারলেও আফগানরা ঠিকই ঘন্টা দেড়েক অনুশীলন করেছে। তবে উইকেট প্রসঙ্গে লিটন বলেন এরকম দলের সঙ্গে আপনি ইভেন উইকেটে খেলবেন, এটাই স্বাভাবিক। সেদিক থেকে বলব আফগানিস্তানের অধিনায়ক যে বলেছে তাদের ভালো পেসার আছে, তার জবাবও আমাদের কাছে আছে। আমাদেরও কোয়ালিটি পেস আক্রমণ আছে। কাজেই দেখা যাক মাঠে কি হয়। মিরপুরে লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত ২০ উইকেটও নিতে পারেননি কোনো পেসার। ২১ ম্যাচে ৭৬ উইকেট নিয়ে এই মাঠে সবার ওপরে সাকিব আল হাসান। ইনজুরির কারণে এই টেস্টে নেই তিনি। এছাড়া তাইজুল ইসলাম ১৩ ম্যাচে ৬৭ ও মেহেদী হাসান মিরাজ ৯ ম্যাচে পেয়েছেন ৪৯ উইকেট।

তবে এবার উইকেটে সবুজ ঘাসের উপস্থিতি থাকায় ম্যাচের একাদশে দুই পেসারের বেশি খেলানোর সম্ভাবনার কথা জানান লিটন। তিনি বলেন আপনি যখন ইভেন উইকেটে খেলবেন তখন আপনার হাতে পাঁচ বোলার না থাকলে পরিস্থিতি সামাল দেওয়া খুব কঠিন। আমি সবসময় চাই যখন ইভেন উইকেটে খেলা হবে তখন দলে পাঁচটা পেস বোলার নিতে। তবে আশা করছি এই টেস্টে আমাদের সেরাটা দিয়ে ম্যাচটা জিততে পারব।

অবশ্য আফগানরা চেষ্টা করবে ২০১৯ সালের মত আরেকবার মরন কামড় দিতে। তবে সে সুযোগ আমরা দেবনা। যদিও সে ম্যাচেও সাকিব পুরোটা খেলতে পারেননি ইনজুরির কারনে। এবারেও তিনি নেই। তা নিয়ে অবশ্য ভাবছেন না লিটন। দলে অনেকেই রয়েছেন যাদের নিয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নেওয়া সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট জিততেই এসেছে আফগানরা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৯.৯৪ কোটি টাকা