স্বনামধন্য আবাসন নির্মাতা প্রতিষ্ঠান উইকন প্রপার্টিজের ‘উইকন শুকরানা’ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং ও তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে। গতকাল সকালে পাঁচলাইশ আবাসিক এলাকার কে বি ফজলুল কাদের সড়কে (কেয়ারল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সামনে) ফিতা কেটে ১২ তলা বিশিষ্ট এই নান্দনিক প্রকল্প ও মেলার কার্যক্রম উদ্বোধন করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী গিয়াস উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, লালখান বাজারের ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, পাঁচলাইশ আবাসিক এলাকা ওয়েলফেয়ার এসোসিয়েশেনের সাধারণ সম্পাদক আবু সাইদ সেলিম, আর্কিটেক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি স্থপতি আশিক ইমরান, এডিশনাল পুলিশ কমিশনার মোহাম্মদ শামীম, এডিশনাল ডিআইজি জাফর, রোটারি গভর্নর রুহেলা কে চৌধুরী, ভূমি মালিক জিয়াউদ্দিন চৌধুরী, আরফিন চৌধুরী ও খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন পিটুপি ফ্যামিলির চেয়ারম্যান সাদমান সাইকা শেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, ভাইস চেয়ারম্যান মোস্তাফা আনোয়ারুল ইসলাম, পরিচালক মোস্তাফা আমিনুল ইসলাম, সিইও মোহাম্মদ ফাহিম, পরিচালক স্থপতি রতন মন্ডল, পরিচালক প্রকৌশলী মোহাম্মদ নাজিম উদ্দিন খান, গ্রুপ এজিএম রামেন দাশগুপ্ত, হেড অব অপারেশন এন্ড বিজনেস ডেভলপমেন্ট নাজমুল আবেদীন, নির্বাহী পরিচালক নির্ঝর চক্রবর্তী, জিএম (ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন) মো. মহসিন ইকবাল, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস শাখাওয়াত হোসেন চৌধুরী, সেলস এন্ড মার্কেটিং কনসালটেন্ট মোহাম্মদ হাসান, পিআর ব্যবস্থাপক সৈয়দ রিদওয়ান উর রহমান প্রমুখ।
উইকন প্রপার্টিজের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার জানান, চট্টগ্রামে আধুনিক এবং নান্দনিক স্থাপত্যশৈলীর আবাসন নির্মাণ এবং দ্রুত সময়ে ঝামেলাহীনভাবে অ্যাপার্টমেন্ট ক্রেতাদের হাতে তুলে দিতেই উইকন প্রপার্টিজ যাত্রা শুরু করে। উইকন এক ছাদের নিচে নিয়ে এসেছে প্ল্যানিং ডিজাইন, ফার্স্ট কনস্ট্রাকশন এন্ড ফিনিশিং ম্যাটেরিয়ালস, ইনহাউজ আর্কিটেক্ট কনস্ট্রাকশন টিম, ইন্টেরিয়র সলিওশনসহ আবাসন শিল্পের যাবতীয় সবকিছুই। নিজস্ব ডিজাইন টিম থাকায় আমরা দিতে পারছি অ্যামেইজিং ফ্লোর লে-আউট। সর্বোত্তম উপায়ে ডিজাইন করার কারণে থাকছে না কোনো হিডেন স্কয়ারফিট। এর প্রেক্ষিতে ভূমি মালিকরা আমাদের উপর আস্থা রাখেন বিশ্বাসের সাথে। স্মার্ট এবং বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনে পাঁচলাইশে নির্মিত হতে যাচ্ছে ‘উইকন শুকরানা’ প্রকল্পটি। গ্রাউন্ড ব্রেকিং উপলক্ষে আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী আবাসন মেলা। রবি, সোম ও মঙ্গলবার তিন দিনের আবাসন মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই পিটুপি’র আকর্ষণীয় ফার্নিচার সেট উপহার হিসেবে পাবেন সম্মানিত বুকিংদাতারা। আগামী মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত এই আবাসন মেলা চলবে।