ঈশ্বরের চিঠি

আলী আকবর বাবুল | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:২৭ পূর্বাহ্ণ

আমি কোথাও যাইনি, কেবল চুপ করে আছি,

তোমাদের আর্তনাদে আমার নীরবতাই তো ধ্বনি

প্রার্থনার ভেতর লুকানো সন্দেহ আমি টের পাই

তোমরা বিশ্বাস করো, কিন্তু শুধু বিপদের রাতে।

আমি আলো দিই, তোমরা শুধু ছায়া খোঁজো,

আমি ভালোবাসা পাঠাই, তোমরা দেয়াল তোলো

রক্তের দাগে লেখা তোমাদের সভ্যতা,

আর আমায় দোষ দাও, কেন আমি কিছু বলি না!

আমি তো থাকি প্রতিটি শিশুর হাসিতে,

কিন্তু তোমরা ওদের আগুনে ফেলে দাও

আমি ঝরে পড়ি প্রতিটি ফুলের ঘ্রাণে,

তোমরা সেই ফুল মাড়িয়ে চলো যুদ্ধের পথে।

এ চিঠি নয় অভিশাপ, শুধু এক দীর্ঘশ্বাস

আমি মানুষকে সৃষ্টি করিনি ধ্বংসের জন্য।’

পূর্ববর্তী নিবন্ধজীবনের কারুকাজ
পরবর্তী নিবন্ধঅচেনা আমি