মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত মরহুম ঈশা মোঃ দুলাল ও মরহুম দেলোয়ার স্মৃতি অনূর্ধ্ব-১০ লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল। দিনের খেলা শুরুর পর্বে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর। এ সময় টুর্নামেন্ট কমিটির আহবায়ক ইকবাল হোসেন, সিঃ যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব আদনানুল ইসলাম চৌধুরী, ক্লাবের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটন। দিনের প্রথম খেলায় ফয়সাল স্মৃতি সংসদ জয় লাভ করে। বিজয়ী দলের মান্না ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন শেখ রাসেল ক্রীড়া চক্রের অর্থ সম্পাদক স্বপন চন্দ্র ভৌমিক। দিনের ২য় খেলায় সুপার ডাইনাইমাইট ৮ উইকেটে জয়লাভ করে। ম্যাচ সেরা হন রিয়াদ। তার হাতে পুরস্কার তুলে দেন হোটেল পার্ক ও রাশি পরিবহন সংস্থার স্বত্বাধিকারী রাসেল মুরাদ। দিনের ৩য় খেলায় কিষোয়ান স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কিষোয়ান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় নেওয়াজ। পুরস্কার তুলে দেন আর.কে ট্রান্সপোর্ট এর স্বত্বাধিকারী আরিফুর রহমান রানা।