ঈদ যাত্রা নির্বিঘ্নে রেলওয়ে পূর্বাঞ্চলের বাড়তি প্রস্তুতি

পাহাড়তলী কারখানায় মেরামত হচ্ছে ৫০ বগি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

আসন্ন কোরবানি ঈদেও নির্বিঘ্নে যাত্রী পরিবহনের লক্ষ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের আগাম প্রস্তুতি শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারের ঈদেও অতিরিক্ত যাত্রী পরিবহনে জন্য নিয়মিত প্রতিটি ট্রেনে যুক্ত হবে অতিরিক্ত বগি। এই লক্ষ্যে রেলওয়ের পাহাড়তলী কারখানায় ৫০টি অতিরিক্ত বগি মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে ২০টি মেরামত হয়ে গেছে, ২৫টির কাজ শেষ পর্যায়ে। ঈদের আগেই সব বগি রেডি করে পরিবহন বিভাগকে বুঝিয়ে দিতে পারবেন বলে জানিয়েছেন পাহাড়তলী কারখানার কর্ম ব্যবস্থাপক প্রকৌশলী রাশেদ লতিফ। রেলওয়ের পরিবহন বিভাগের কর্মকর্তারা জানান, এমনিতে প্রতিটি ট্রেনে ১৪ থেকে ১৬টি বগি থাকে। ঈদে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করা হয়। ঈদের সময় একটি ট্রেনে ১২শ’ থেকে ১৩শ’ যাত্রী পরিবহন করা হয়। একটি বগিতে ৫৫ থেকে ৬০ জন করে বসতে পারে।
জানা গেছে, ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী ওয়ার্কশপে শ্রমিকরা বগি মেরামতের কাজ করছেন। পুরো কারখানাজুড়ে ১৮টি শপে কেউ করছেন ওয়েল্ডিংয়ের কাজ, কেউ কাটছেন প্লেইট, আবার কেউ কেউ বগিতে লাগচ্ছেন রঙ, কেউ আবার পরিমাপ করছেন। এভাবে ব্যস্ত সময় পার করছেন পাহাড়তলী কারখানার শ্রমিকরা। এক-একটি বগি মেরামত করতে ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত খরচ হয় বলে কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে। অনেক বগির ক্ষেত্রে আরো বেশি খরচ হয় বলে জানা গেছে। পাহাড়তলী কারখানার কর্ম ব্যবস্থাপক প্রকৌশলী রাশেদ লতিফ আজাদীকে বলেন, রমজানের ঈদের মতো কোরবানি ঈদের জন্যও কারখানায় বগি মেরামতের কাজ শুরু করেছি। সবমিলে কোরবানির ঈদেও আমরা ৫০টি বগি মেরামত করে ঈদ যাত্রায় সংযুক্ত করবো। শ্রমিকরা লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছেন।
কারখানায় শ্রমিক সংকটের কথা উল্লেখ করে প্রকৌশলী রাশেদ লতিফ বলেন, পাহাড়তলী কারখানায় ২ হাজার শ্রমিক থাকার কথা। এখন কর্মরত আছে ১ হাজারের মতো। ৫০ ভাগ কম জনবল নিয়ে আমরা কাজ করছি। তারপরও কারখানার কোনো শপ বন্ধ নেই। কম জনবল নিয়ে সব শপ চালু রাখা হয়েছে। সর্বশেষ ইন্দোনেশিয়া থেকে মিটার গেজ যেসব বগি এসেছিল সেগুলোও এখন মেরামতের সময় হয়ে এসেছে। এরকম বগির পাশাপাশি ৩০-৪০ বছরের পুরনো বগিও মেরামত করছি।

পূর্ববর্তী নিবন্ধএক মিলিমিটারের কম বৃষ্টিতেও জলযট
পরবর্তী নিবন্ধথানচিতে এক সপ্তাহে ৮ মৃত্যু