ঈদ বাজার ঘিরে ডাকাতির প্রস্তুতি

নগরীতে গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

ঈদ বাজারকে ঘিরে নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর ৫টা ২৫ মিনিটের দিকে মিউনিসিপাল স্কুল সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের তল্লাশি করে তিনটি টিপ ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. রায়হান প্রকাশ লালু (২০), মো. অপু প্রকাশ হৃদয় (২১) ও এনায়েত বাজার এলাকার মো. ইকবালের ছেলে সোহেল (৩০)।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির আজাদীকে বলেন, ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। রাতের ডিউটির সময় টহল টিমের সদস্যদের কাছে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় তাদের তল্লাশি করে টিপ ছুরি পাওয়া যায়। পরবর্তীতে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে লালুর বিরুদ্ধে ৬টি মামলা, অপু প্রকাশ হৃদয়ের বিরুদ্ধে ৭টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে ৮টি মামলা আছে।

পূর্ববর্তী নিবন্ধসুপ্রিম কোর্টে ইমরানের ভাগ্য নির্ধারণ ফের পেছাল
পরবর্তী নিবন্ধডিজিটাল যুগে হালখাতার হালচাল