ঈদ ছুটি ৩ দিনের বেশি নয়

| মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মহামারীর মধ্যে ঈদুল ফিতর ঘিরে কোনো প্রতিষ্ঠান কর্মীদের সরকারি তিন দিনের অতিরিক্ত ছুটি দিতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। খবর বিডিনিউজের।
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ঈদে সরকারি ছুটি তিন দিনের বাইরে কোনো ছুটি দেওয়া হবে না। গার্মেন্টস ও অন্যান্য প্রতিষ্ঠানও কোনো বন্ধ দিতে পারবে না। তিন দিনের বাইরে আর কোনো বন্ধ বা অতিরিক্ত ছুটি দিতে পারবে না। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে একদিন বা দুই দিন সাপ্তাহিক ছুটি পড়বে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ইফতার মাহফিলে আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ
পরবর্তী নিবন্ধমুফতি হারুন ৯ দিনের রিমান্ডে