ঈদ ‘ইত্যাদি’র মিউজিক্যাল ড্রামায় তারা

| বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

ঈদ ইত্যাদির বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। আর ঈদ এলেতো কথাই নেই, যুক্ত হয় নিত্যনতুন সব বিষয়। আর ইত্যাদির এই বিষয়গুলোই পর্বটিকে করে তোলে ব্যতিক্রমী। প্রায় প্রতি ঈদেই ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ইত্যাদিতে পরিবেশিত হয় এই মিউজিক্যাল ড্রামা।

পরিবেশনার বৈচিত্রে বিষয়গুলো হয়ে উঠে অনন্য। এবার সুরে সুরে গানের গল্পে ফেরদৌস-তারিনের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে এক দম্পতির তিন সময়ের ঈদের কথা। বিয়ের পরে নব দম্পতির ঈদ উদ্‌যাপন, সন্তান হওয়ার পর ঈদ উদ্‌যাপন এবং বৃদ্ধ অবস্থায় ঈদ উদ্‌যাপনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই গানটিতে।

পারিবারিক বন্ধন নিয়ে চিত্রায়িত গল্পভিত্তিক এই গানটির একটি বিশেষত্ব হলো এই গানে টিভি পর্দায় দর্শকরা প্রথমবারের মতো তারিন ও ফেরদৌসকে ৩টি ভিন্ন রূপে দেখতে পাবেন।

অতিমারী করোনাকালে ক্ষণে ক্ষণেই আমাদের মানসিক চাপ বেড়েছিল এবং তা আমাদের স্বভাবেও যথেষ্ট প্রভাব ফেলেছিল। আর সেই বিষয়টিই এবারের ঈদের বিশেষ ইত্যাদির আর একটি পর্বে অভিনয় তারকা চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন এক দম্পতির ভূমিকায় সুরে সুরে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন। এই পর্বটিতে উঠে এসেছে অনেক সমসাময়িক সচেতনতামূলক বিষয়। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্‌মেটিক্‌স্‌ লিমিটেড। ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

পূর্ববর্তী নিবন্ধশ্যুুুটিং দেখতে গিয়ে অভিনয়ে হাতেখড়ি
পরবর্তী নিবন্ধশিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন ডিপজল