ঈদ আসুক ফুরফরিয়ে
মাটির, বাঁশের, ছাউনী দালান চিলেকোঠা ঘরে
উঁচু নিচু ভুলে
ধনী গরীব সাদা কালো শামিল হোক এক কাতারে
বয়ে আসুক আনন্দ ঘিরে
থাকুক হাসি খুশি কোলাকুলি হোক একে অপরের
নতুন জামা জুতো হোক সবার তরে
ঈদ খুশিতে উঠুক মন ভরে
ভুলে থাকা হোক আপন পরের ভেদাভেদ
থাকবে না কেউ গোমরা মুখে ঝরবে না আর চোখের জল
নয় আর একা থাকা সবাই সবার বাহুবল
সেমাই পায়েস কোর্মা পোলাও এক পাটিতে খাবে
হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আজ রবে
ভরে উঠুক চারিদিকে আনন্দ খুশি গানে
নতুন জামা গায়ে দিয়ে হিল্লোল জাগায় প্রাণে!












