ঈদ মুসলমানদের জাতীয় উৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হলেও করোনাকালীন এবারের ঈদে তেমন আয়োজন থাকবে না। সকালবেলা পাক – পবিত্র হয়ে নতুন কাপড় পরে ঈদগাহে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে। পরস্পরে ভাববিনিময় ও কোলাকুলি করতে পারবেনা। আত্মীয় স্বজন, পাড়া -পড়শি কিংবা অন্য কেউ এই ঈদ যার যার ঘরে পালন করবে। বেগম রোকেয়া বলেছেন, রোজা আমাদের সংযম শিক্ষা দেয়, আর ঈদ হৃদয়কে আনন্দে পরিপূর্ণ করে। কিন্তু করোনার দ্বিতীয় থাবায় ঈদ আনন্দ পরিপূর্ণ তো দূরের কথা বেঁচে থাকার আশাও ক্ষীণ। তাই ঈদ উৎসব থেকে হিংসা -দ্বেষ ভুলে ভ্রাতৃত্বের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা সকলে গ্রহণ করতে পারলে মঙ্গল। সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের চলতে হবে। তাই আসুন এই ঈদে ঘরে থাকি, নিজে ভালো থাকি, ভালো রাখি নিজের চারপাশ।