নির্মাতা কাজল আরেফিন অমির নাটক মানেই চমকে ভরা আর দর্শকদের কাছে বাড়তি উন্মাদনা। আসন্ন ঈদে নতুন নাটক ‘ব্যাচেলর রমজান’ নিয়ে আসতে যাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’র এই নির্মাতা। বিশেষ এই নাটকেও থাকছেন ব্যাচেলর পয়েন্টের পাশা, শুভ, কাবিলা, হাবুরা। অর্থাৎ মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলম। খবর বাংলানিউজের।
তাদের সঙ্গে এতে আরও থাকবেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া। নির্মাতা অমি জানান, ‘ব্যাচেলর রমজান’ নাটকে মূলত পাশা-কাবিলা-শুভদের রমজানের কর্মকাণ্ড তুলে ধরা হবে।
রোজার সময় তারা কী করে, কে রোজা রাখে, কে লুকিয়ে খাবার খায়, কে নামাজ পড়ে, কে ফাঁকি দেয়, এসবই দেখা যাবে নাটকটিতে। তিনি আরও জানান, সোমবার থেকে শুরু হবে ‘ব্যাচেলর রমজান’ নাটকের শুটিং। নির্মাণ শেষে এটি ঈদের দিন ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল প্রচার হবে।