ঈদের দিন ভারি না হলেও বৃষ্টি থাকবে

| বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

আষাঢ়ের শেষ সময়ে হতে যাওয়া এবারের কোরবানি ঈদের দিন ভারি বর্ষণের শঙ্কা নেই বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর; তবে দিনের যে কোনো সময় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, রাজধানীতে সকালে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি; আর ঢাকার বাইরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববারের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ শুরু হতে পারে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলে প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধমহানগর মোটরচালক দলের দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ