চারিদিকে ঈদের আমেজ
ধনী দারুন খুশি
নিত্য নতুন বাড়তে থাকে
কেনাকাটার সূচী।
রঙ-বেরঙের জামা কেনে
নামি-দামি ব্রান্ডের
দেশ বিদেশে করছে শপিং
লক্ষ টাকা ফান্ডের।
বড়লোকরা ঘুরতে যাবে
চড়বে দামী গাড়ী
অনাহারি পায়না নাগাল
যদিও যায় বাড়ী।
ঈদের দিনও গরিব-দুখীর
শত অভাব দুখ
একটু খাবার পেলে তারা
পায় যে কত সুখ।