চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে যোগ হয়েছে বিদ্যুৎ, গ্যাস, ওয়াসার মূল্য বৃদ্ধিও। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সারাদেশের মানুষ ঈদ উদযাপন করতে পারেনি, ঈদের যে আনন্দ তা আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছে। ঈদের খুশির পরিবর্তে ঘরে ঘরে আজ মানুষের আর্তনাদ।
রবিবার (২৩ এপ্রিল) নগরীর কাতালগঞ্জ কিশালয় কমিউনিটি সেন্টারে বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডা. শাহাদাত এসব কথা বলেন। পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। এতে শুরুতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, এস এম ফজলুল হক, এম নাজিম উদ্দিন, প্রফেসর সিদ্দিক আহমেদ, জাহাঙ্গীর আলম, একরামুল করিম, হুম্মাম কাদের, সাথী উদয় কুসুম বড়ুয়াসহ মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন ডাক্তার, সাংবাদিক, পেশাজীবীসহ মহিলা দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, জেলা বিএনপি নেতা মোঃ ইদ্রিস মিয়া, অধ্যাপক ইউনুস চৌধুরী, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, পেশাজীবী নেতা এডভোকেট এনামুল হক, শফিকুর রহমান স্বপন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, এরশাদ উল্লাহ, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, মোহাম্মদ আলী, মাহবুব আলম, নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, নাজিম উদ্দীন আহমেদ, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবুল হাশেম, মন্জুর আলম মন্জু, আনোয়ার হোসেন লিপু, এড. মুফিজুল হক ভূঁইয়া, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কামরুল ইসলাম।












