ঈদের আগে উৎসব ভাতা পরিশোধের আহ্বান

বাকশিসের পরিচিতি সভায় বক্তারা

| সোমবার , ২৫ এপ্রিল, ২০২২ at ১০:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে গতকাল মহিলা কলেজ মিলনায়তনে বাকশিস চট্টগ্রাম মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা জাতীয়করণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. নেছার আহমদ মঞ্জু বলেছেন, শিক্ষকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে বাকশিসের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী ঈদের পূর্বেই সরকারি শিক্ষকদের অনুরূপ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

বাকশিস চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খানের সভাপতিত্বে এবং অধ্যক্ষ সমীর কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নুরুল আবছার চৌধুরী, অধ্যাপক দিদারুল ইসলাম, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, অধ্যক্ষ আবুল খায়ের, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যাপক সুকুমার দত্ত, অধ্যাপক শিব প্রসাদ, অধ্যাপক ইউনুস মিয়া, অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যক্ষ জসিম উদ্দিন, অধ্যক্ষ এ কে এম ইসমাইল, অধ্যক্ষ আবু তৈয়ব, অধ্যক্ষ মারুফুল ইসলাম, অধ্যক্ষ আবদুল মালেক, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, অধ্যক্ষ নুরুল আলম, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমদ, অধ্যক্ষ শিব শংকর শীল, উপাধ্যক্ষ স্বপন কুমার নাথ, উপাধ্যক্ষ শাহীন আল রাজী, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক আবু বকর সিদ্দিকী, অধ্যাপক তাসকিয়াতুন নুর তানিয়া, অধ্যাপক ফোরকান উদ্দিন লাহেরী বক্তব্য রাখেন। সভার শেষ প্রান্তে অধ্যাপক আবু তাহের চৌধুরী বাকশিস চট্টগ্রাম মহানগর শাখার নবগঠিত কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের পরিচয় করিয়ে দেন।

পূর্ববর্তী নিবন্ধবেতন বোনাস পরিশোধের দাবিতে জাসদের সভা
পরবর্তী নিবন্ধশ্রীলংকা সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা