ঈদুল আজহার ছুটি বাড়ল ১ দিন

| মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আযহার ছুটি একদিন বাড়িয়ে চারদিন করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। আর ২৮ থেকে ৩০ জুন পূর্ব নির্ধারিত সরকারি ছুটি। তবে ১ জুলাই শনিবার ছুটি থাকায় এ বছর ঈদুল আযহায় সরকারি ছুটি থাকবে ৫ দিন। খবর বাসসের। গতকাল সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২৭ জুন সরকারের নির্বাহী আদেশে ছুুটি থাকবে। আমাদের দেশের মানুষ যাতে ঈদ উল আযহা পালন করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন আগামী ২৭ জুন ছুটি থাকবে। ঈদের আগে এক দিন সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে। গত ঈদুল ফিতরের অভিজ্ঞতায় দেখলাম, একদিন সরকারি ছুটি বাড়ানোয় অনেক সুবিধা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা গত ঈদে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সে অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী এক দিন ছুটি বাড়িয়ে দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধব্লু ইকোনমি বাস্তবায়নে ২০০-৩০০মিটার গভীর সমুদ্রে মৎস্য আহরণে উন্নত প্রযুক্তি
পরবর্তী নিবন্ধউদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু