ইয়োহানির দৃষ্টি এখন সামনে

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

অন্য অনেক ভাইরাল ভিডিওর মত ‘মানিকে মাগে হিতে’ গানটির সূচনা হয়েছিল টিকটকে। লকডাউনের মধ্যে র‌্যাপার সথিশন রথনায়কার এ গানটি মোবাইল ফোনে রেকর্ড করেন শ্রীলংকার তরুণ সংগীত শিল্পী ইয়োহানি দিলোকা ডি সিলভা। এরপর যা হল তা বিস্ময়কর। ইন্টারনেটে রীতিমত শোরগোল ফেল দিল তার কণ্ঠের মানিকে মাগে হিতে। আসল গানের প্রডিউসার তাকে ফোন করলেন। জানতে চাইলেন, ইয়োহানি এ গানের অফিসিয়াল সংস্করণে কণ্ঠ দিতে চান কি না। রাজি না হওয়ার কোনো কারণ ছিল না ২৮ বছর বয়সী ইয়োহানির। তার মাদক কণ্ঠে সিংহলি ভাষায় ধীর লয়ের এ ছন্দময় গানের সঙ্গে যুক্ত হল দুলান এআরএঙ এর র‌্যাপ। গত ২২ মে ইউটিউবে প্রকাশিত হল সেই ভিডিও। তিন মাসেরও কম সময়ে গত ১৭ সেপ্টেম্বর সে গানের দর্শক সংখ্যা ছাড়িয়ে গেছে ১১ কোটি। যে কোনো বিচারে সিংহলি গানের জন্য এটি রেকর্ড। অল্প সময়ের মধ্যে দেশে-বিদেশে রীতিমত তারকা খ্যাতি পেয়ে যাওয়া ইয়োহানি ডি সিলভা এক একান্ত সাক্ষাৎকারে বিডিনিউজকে বললেন, গত কিছু দিনে যে অভিজ্ঞতা তার হয়েছে, এক কথায় তা অসাধারণ। এটা দারুণ অভিজ্ঞতা। সবকিছুই আমার কাছে বিস্ময়কর লাগছে। যারা গানটি শুনেছেন, পছন্দ করেছেন ও শেয়ার করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ‘মানিকে মাগে হিতে’ গেয়ে ইয়োহানি কতটা সফল, তা কেবল ইউটিউবের ভিউ দিয়ে বিবেচনা করা যাবে না। বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, সনু নিগম থেকে হালের পরিনীতি চোপড়া, টাইগার শ্রফের মতো তারকারা মজেছেন তার কণ্ঠের ঈন্দ্রজালে। তারকাদের কেউ কেউ গানটি শেয়ার করে ভালোলাগার কথা জানিয়েছেন; অনেকে নিজেরাই গেয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। গানের এই সাফল্য স্বাভাবিকভাবেই ইয়োহানির খ্যাতি পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বলিউড থেকে এখন তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সেই সম্ভাবনায় তার দিন কাটছে দারুণ উত্তেজনায়। ‘বলিউডে কয়েকটা কাজের প্রস্তাব এর মধ্যেই এসেছে; বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। বলিউডের পাশাপাশি শ্রীলঙ্কাতেও অনেকে আমার সঙ্গে কাজ করতে চেয়েছেন। সবকিছু এমন দ্রুত ঘটছে যে মনে হচ্ছে যে, আমি রোলারকোস্টারে উঠে পড়েছি।’ তবে ওই রোলারকোস্টার থেকে ছিটকে পড়তে রাজি নন ইয়োহানি। এখন তার মনোযোগ সামনের ক্যারিয়ার আর তার প্রথম অ্যালবাম নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ কেন মাথা ন্যাড়া
পরবর্তী নিবন্ধমাইক্রোসফট অফিস ২০২১-এ যোগ হচ্ছে ডার্ক মোড