ইয়ুথ ওয়েলফেলার মিশনের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ির ত্রিপুরা পল্লীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ গত ১ মার্চ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে ব্যাগ, বই, খাতা, কলম, জ্যামিতি বঙ ইত্যাদি শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মিশনের প্রধান পৃষ্ঠপোষক রুবেল সাহা। বিশেষ অতিথি ছিলেন এস প্রকাশ পাল, সত্যজিৎ ধর (সাজু), লক্ষণ নাথ, অপু দে, নিউটন দেব, অন্তর কুমার দে, সুজন মুন্ডা, কৃষ্ণ ত্রিপুরা, মাধব চক্রবর্তী, সুরঞ্জিত ধর। শ্বাশত গুহের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনিক রায়, সৌরভ ধর, জয় দাশ, ইমন শর্মা, সৌরভ বণিক ,অমিত দাশ, রুপন দাশ, তন্ময় বণিক, কনক শর্মা, ঋতিক দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











