সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত মেয়র অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইস্পাহানী ক্রিকেট একাডেমি। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইস্পাহানী একাডেমি ৯ উইকেটে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচে বল হাতে ইস্পাহানীর পক্ষে সায়মন দুর্দান্ত করার পর ব্যাট হাতে নিলাচল বড়ুয়ার ঝড়ো ব্যাটিং শিরোপা জিততে বড় ভুমিকা পালন করে। টসে জিতে ব্যাট করতে নামা ব্রাদার্স ক্রিকেট একাডেমি ২৮ রানে হারায় প্রথম উইকেট। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রাদার্স একাডেমি। ইনিংসে বড় কোন জুটি গড়ে তুলতে পারেনি ব্রাদার্স একাডেমির ব্যাটাররা। ফলে নির্ধারিত ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করে দুজন। তারা হলো মিফতাহুল এবং সাদমান। এছাড়া জুনায়েদ ১৩, মাহির ১০, আবদুল্লাহ ১২ এবং আবির করে ১০ রান। ইস্পাহানী ক্রিকেট একাডেমির পক্ষে ১৯ রানে ৪টি উইকেট নিয়েছে সায়মন। ১৭ রানে ২টি উইকেট নেয় তাহজিবুল। এছাড়া একটি করে উইকেট নিয়েছে অন্তর, রিয়েল এবং নেওয়াজ।
জবাবে ব্যাট করতে নামা ইস্পাহানী একাডেমির দুই ওপেনার ৫.২ ওভারে ৪৩ রান তুলে নেয়। ১০ বলে ১১ রান করে ফিরে সাজ্জাদ। এরপর সরফরাজ নেওয়াজকে নিয়ে রীতিমত ঝড় তুলে নিলাচল বড়ুয়া। এদুজনের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১২.১ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেওয়ার পাশাপাশি শিরোপা জয়ের আনন্দে মাতে ইস্পাহানী ক্রিকেট একাডেমি। নিলাচল বড়ুয়া ৪৩ বলে ৩টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ৭৩ রান করে অপরাজিত থাকে। সরফরাজ নেওয়াজ ২০ বলে একটি চার আর দুটি ছক্কার সাহায্যে ২৬ রান করে অপরাজিত থাকে। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা নিলাচল বড়ুয়া নির্বাচিত হয় ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এডভোকেট শাহীন আপতাবুর রেজা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর সৈয়দ শাহাবুদ্দিন শামীম, আমিনুল ইসলাম, আবদুল হান্নান আকবর, শাহজাদা আলম, সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ হেলাল, নুরুল আবসার, ওয়াহিদ দুলাল, মকসুদুর রহমান বুলবুল, ফরিদ আহমেদ, শওকত হোসাইন, সরওয়ার আলম চৌধুরী মনি, এনামুল হক, সাইফুল আলম খান, আবু সামা বিপ্লব, আসিফ আহমেদ, সাবেক ক্রিকেটার ফজলে রাব্বি খান সাজ্জাদ।