টেরীবাজার ব্যবসায়ী সমিতির মাহফিল : টেরীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও সীরতুন্নবী (সাঃ) মাহফিল গত বুধবার বাদে এশা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সাহিত্য ও ধর্মীয় সম্পাদক ও মাহফিলের আহ্বায়ক মাওলানা জিয়াউল করীম। মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা লোকমান হাকীম (দা. বা.), বিশেষ আলোচক ছিলেন সমিতির অডিটর সম্পাদক অধ্যক্ষ মাও. ইমরানুল হক সাইয়েদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, ফরিদুল ইসলাম, মো. লিয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোছাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর, ইশতেহাদ হোসেন রাজীব প্রমুখ। বক্তারা বলেন, রাসুল (সাঃ)’র আদর্শ অনুসরণ করে হালাল উপায়ে ব্যবসা-বাণিজ্যে করলেই উন্নতি লাভ করা সম্ভব। একজন আদর্শ নাগরিক হতে হলে রাসুল (সঃ) এর জীবন অনুকরণ করা অতীব জরুরী।
ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাব : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে গত শুক্রবার রূই আল মাসা হলে মিলাদ মহফিলের আয়োজন করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিনের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক মহসীন আলী সরকার ও আবুল বশর সরকার। সভাপতির বক্তব্যে সিরাজুল হক বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)’র জন্ম ও ওফাত দিবস সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।